স নেট - ৫১ ।। আগমনী ।।(এক)
৫১
।। আগমনী ।।
দেবপ্রসাদ জানা
০৪.৯.২০২০
(এক)
শুভদিন আগমন,স্মরণে শারদ
জাগরিত প্রকৃতির, রঙিন চরণ।
পরিনত অবকাশে উঠেছে পারদ
হাতে মাত্র কিছুদিন,মায়ের বরণ।
আয়ব্যয় মাত্রাহীন বিষন্ন জীবন।
শারদীয়া দরজায়, কড়া নেড়ে বলে,
এসে গেছি ঢাঁক কাঁশি কাশফুল বন।
মহালয়া আসিতেছে, কাল ভোর হলে।
কর্তব্য পালন করো,শারদ আহ্বানে
দিনের ব্যস্ততা জানি,কাজকর্মে কাটে
ক্লান্ত শ্রমে বিমোহিত,তবু মন জানে
সুখদুখ সখাসখি সাথে সাথে হাঁটে।
সব ব্যথা চলে যাবে,মার আবাহনে
সব বাধা দূর হবে,শারদীয়া গানে।
Comments
Post a Comment