স নেট - ৩০ ।।গুরু নিন্দা।।

 

৩০

।।গুরু নিন্দা।

দেবপ্রসাদ জানা

..২০২০

কেরে তুই আগন্তুক অর্বাচীন গরু

পৃথিবীর লুপ্তপ্রায় প্রানী আহাম্মক

আব বেজম্মা তক্ষক বজ্রদগ্ধতরু

অকৃতজ্ঞ কলুকীট নীচ প্রবঞ্চক

 

বিশ্বকবি মহাকবি কৃষ্টি গুরু হয়

তাঁর নামে কুমন্তব্য করিস কেমনে

আর্কফলা অনুন্নত তব মহাশয়

সাহিত্যের পূজা করো কদাকার মনে

 

বিগলিত সত্তা তাপ দেয় কোনখানে

আপাদমস্তক তোর কেনরে আড়ালে

এত অহঙ্কার ছোঁড়ো গুরুদেব পানে

কচিকাচা শুদ্ধমনা তাদের কাঁদালে

 

অসুস্থ না হোস যদি ক্ষমা চাস এসে

কবি বলে সম্মানের স্থান হবে শেষে

Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত