স নেট - ১৩ ।।জীবন যেমন।।
১৩
।।জীবন যেমন।।
দেবপ্রসাদ জানা
স্মৃতি থাক,স্বপ্ন থাক,প্রেম থাক মিশে
খুশী আর কান্নাভেজা কমলে কুশলে।
সব কিছু মিলে যাক জীবনের বিষে
গোটা একটা মানুষের মোহ মায়াজালে।
মিশে আছে মেঘ আর নীলাভ আকাশ।
বনলতা, শঙ্খমালা, সুরঞ্জনা বেলা
সতী, নীরা নীলাঞ্জনা প্রেমের প্রকাশ
কল্পনায় কত নাম করি ভোর বেলা
প্রেরণা,সান্ত্বনা,বানী হিত সম্পাদন
বিশ্রামের গান গাই নবীন সাহসে
যোগফল গুনফল আশু আয়োজন ।
সমাদৃত জন সেই উপকারে আসে।
লোভ লালসা বিদ্বেষ ত্যাগ করিবারে
জীবনের সব বাধা যাবে চিরতরে।।
Comments
Post a Comment