স নেট -৯ ।। উত্তম কুমার ।।

 

 

।।উত্তমকুমার।

দেবপ্রসাদ জানা

২৫..২০২০

উত্তমকুমার তুমি বাঙালির প্রানে

অন্তহীন ভালোবাসা দিয়েছ জাগায়ে

জয়ধ্বনি গুনগান এইটুকু দানে

পূর্ণতা আসে না মনেফুল দিনু পায়ে

 

অন্তরে রেখেছে বঙ্গকরেছে যতন

সঁপে গেছে প্রাণমন যুগ যুগ ধরে

তোমার গর্বে গরবী নরনারী গন

নায়ক মহানায়কযত চরাচরে

 

হাত দুটি জড়ো করে নমি ভক্তিভরে

যুগে যুগে জয়ধ্বনি দিয়ে যাবে সবে

যুগান্তকারীর হাসি আর কন্ঠস্বরে

মাতালে বাঙালি মনএই টুকু রবে

 

ঘরে ঘরে বঙ্গবাসি বুঝত তোমায়

তোমার মোহন রূপ মনে পড়ে যায়।

Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কল্কি