সনেট।। ততক্ষনে।।-১০২
।।ততক্ষণে।। দেবপ্রসাদ জানা ১৩.১০.২০২০ চাকার নিচে একটা মানুষ রক্তাক্ত, চলার পথে চলতে গিয়ে, মানুষটা- পথ হারিয়ে ফেলেছে, বিচ্ছিন্ন বিভক্ত ছিন্নভিন্ন শরীরের,বিকৃত মুখটা। ও ভাই আজ রাস্তাটা,জ্যাম কেন ভাই? স্কুলে যেতে হবে ঠিক সময়ে, নইলে- শাস্তি পাবে মেয়ে দুটো,কি করে যে যাই? যাক গে লোকটা বাচ্ছা দুটোকে বাঁচালে। দেখেছ কাকের কাণ্ড,নাড়িভুঁড়ি গুলো- ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সব,কি মহাআনন্দে, রাস্তার দিকে তাকিয়ে দেখুন ওগুলো- ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে,যে যার পছন্দে। বাচ্ছা গুলোকে বাড়িতে,পৌঁছে দিন ভাই। বড় নিষ্ঠুর বিধাতা,আমি চলে যাই।