কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ
দেবপ্রসাদ
এ সংসার যার কৃষ্ণ নাম তার।
মন তুমি কেন করো ঘোরাঘুরি।
নীতি গীতি যার, বংশী হাতে তার।
কেন মন হতে চাও অভিসারী।
যাও যাবে মন, কেন দেখ ধন।
একাকী হে যেয়ো নাহি মনোরঙ্গে।
মাধুর্য্য ধৈর্য্য ধরো সহচরী দুই করো।
সদা তুমি রেখো আপনার সঙ্গে।
ধীরে ধীরে ধীরে, মহা নদীতীরে।
এসো কদম্ব তলে, বাঁশি শান্ত হলে।
মধুর সুর সুন্দরে, সুখে নটবরে।
হরি হরি ভজো মন কৌতু হলে।
Comments
Post a Comment