মহাভারতম্ সভাপর্ব-৮

 সভাপর্ব-৮


ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকল স্মরণে।

মিত্র নও তুমি,শত্রু ভেবেই এসেছি।

কৃষ্ণ আমি পাণ্ডুপুত্র এই দুইজনে।

ছদ্মবেশ ধরে মালা চন্দন পরেছি।


পাঠাইব মৃত্যু লোকে শপথ নিয়েছি।

ক্ষত্রিয় রাজারে বন্দী করে আহাম্মক -

বলি দিবি অর্বাচীন, বুঝতে পারছি।

ছেড়ে দে ওদের ওরে রক্ষ ভয়ানক।


মূর্খ বাসুদেব শিশু এরা পাণ্ডু পুত্র

জরাসন্ধ ভীত নয় ওরে প্রতারক।

ছদ্মবেশ ছলনায়,তোরা শিশু মাত্র।

যুদ্ধ করে জয়ী হয়ে, হয়েছি ধারক।


আয় ভীমার্জুন,দেখি বাহুবল তোর।

প্রচণ্ড লড়াই চলে চৌদ্দ দিন ভর।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কাঙাল হরিনাথ