মহাভারতম আদিপর্ব-১৮
আদিপর্ব-১৮
হাতে পায়ে দড়ি বেঁধে,ফেলে নদী জলে।
চলে গেল ভীমসেন,পাতালের দেশে।
শক্তপোক্ত ভীমসেন সাপের জঙ্গলে।
তার চাপে মরে সাপ,কেউ মরে পিসে।
নাগকুল ক্রোধবশে আরো বিষ ঢালে।
বিষে বিষে বিষক্ষয়, চেতনায় ভীম।
ভয়ে সব নাগকুল, বাসুকিরে বলে।
ত্বরা আইল বাসুকী,ক্রোধ পরিসীম।
বাসুকি দেখিল চেয়ে, এযে তার নাতি।
ওরে ওরে দেখো চেয়ে,নাতি যে আমার।
শূরসেন নাতি তার,ভীম তার নাতি।
এরে কে মারিতে পারে,সাধ্য আছে কার?
আদর যতন হলো,ভীমের অশেষ।
দশ ঘড়া অমৃতের,কুম্ভ হলো শেষ।
Comments
Post a Comment