মহাভারতম আদিপর্ব-২৩

 আদিপর্ব-২৩


ভীষ্মের সমীপে সব করিল বর্ণন।

দ্রুপদের অপমান করেছি হজম।

প্রতিশোধ নিতে ক্রোধ করেছি দমন।

দারিদ্রের পরিহাসে রেগেছি বিষম।


ওহে দ্রোণ প্রতিশোধ সব হবে পরে।

অস্ত্রশিক্ষায় শিক্ষিত করিও ব্রাহ্মণ।

কৌরব পাণ্ডব যেন, সব অস্ত্র ধরে।

আজ হতে অস্ত্রগুরু, দাও হে বচন।


অস্ত্রশিক্ষায় শিক্ষিত,কৃপাচার্য দ্রোণ।

কৌরব পাণ্ডব তায়, পারদর্শী হলে-

কৌরবের সঙ্গে হলো,শক্তি প্রদর্শন।

দুর্যোধন শকুনির ছল তবু চলে।


অর্জুনের কৃতিত্বের তুলনা হয় না।

সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তিনি,বিশ্ব ভুলবে না।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত