মহাভারতম্ সভাপর্ব -৩

 সভাপর্ব-৩


সভাঘরে নারদের  হলো আগমন।

রাজসূয় যজ্ঞ করে,স্বর্গে পাবে স্থান ।

কহিল নারদ এসে, কহে বিবরণ।

সেইমতো যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণে জানান।


রাজসূয় যজ্ঞ করা, না সহজ নয়।

পরামর্শ নিতে হবে শ্রীকৃষ্ণের থেকে।

তিনি ছাড়া এই কাজে,লাগে বড় ভয়।

রাজসূয় যজ্ঞ করে,যাবো স্বর্গলোকে।


কৃষ্ণের সম্মতি পেয়ে,যজ্ঞ হলো শুরু।

মগধরাজের বাধা, প্রস্তর প্রাকার।

জরাসন্ধ পৃথিবীর, শ্রেষ্ঠ  মহাগুরু।

দন্তবক্র ভগদত্ত ,মেনে গেছে হার।


শিশুপাল সেনাপতি বীর বহ্নিশিখা।

বশীভুত সব রাজা, পাষাণ পরিখা।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত