মহাভারতম্ আদিপর্ব-৫৫
আদিপর্ব-৫৫
অর্জুনের বনবাস হইল নিশ্চিত।
অসহায় ব্রাহ্মণের করে উপকার,
কেমনে পাপের ভাগে,হইল পতিত।
শর্ত ভঙ্গ হয় কিসে কহ একবার।
যুধিষ্ঠির কহে ভাই, অর্জুন আমার।
বনবাসে নাই গেলে,ক্ষতি কিছু নাই।
একা তুমি বনবাসে,বারো বর্ষ পার।
ভীত তুমি নও জানি,তবু ভয় পাই।
বিদায় নিয়ে অর্জুন,গেল দেশ ছাড়ি।
ঘুরেফিরে হরিদ্বারে পৌছিল আসিয়া।
কৌরব্য নাগের কন্যা, অতীব সুন্দরী।
বিবাহ করিল তারে, পরিচয় দিয়া।
প্রথম সন্তান তার নাম ইরাবান।
উলূপীর প্রিয়পুত্র অর্জুন সমান।
Comments
Post a Comment