ডালিয়া
।।ডালিয়া।।
দেবপ্রসাদ জানা
২৪,৪,২০২০
শীত নেই আর,আছে একটু তার ভাব।
ডালিয়া ফুল গুলো এখনো হাসে।
একটা দুটো কুড়ি ও ফুটেছে ভোরে।
ডালপালা সব শুকিয়ে কাঠ।
তার মাঝে সবুজ কটা পাতা, লাল নীল কুড়ি।
মরার আগেও বেঁচে থাকতে চায়।
পৃথিবীকে সুন্দর করতে চায়।
তার রূপের মাধুরী ঢেলে রঙে রূপে
আলো করতে চায় এখনো।
মাঝে মাঝে সাদা ডালিয়া দাঁত বের করে হাসে।
আর কত দিন ? তবু শেষ করার আগে জীবনের
শেষ টুকু দিয়ে যেতে চায়।।
নির্জন রাতের তারারা কুড়ি ফুল গুলো ফুটিয়ে
দিয়ে যায়।
ভোররের আলোয় সে হেসে উঠে দিনের আলোয় মরে যায়।
দেবপ্রসাদ জানা
২৪,৪,২০২০
শীত নেই আর,আছে একটু তার ভাব।
ডালিয়া ফুল গুলো এখনো হাসে।
একটা দুটো কুড়ি ও ফুটেছে ভোরে।
ডালপালা সব শুকিয়ে কাঠ।
তার মাঝে সবুজ কটা পাতা, লাল নীল কুড়ি।
মরার আগেও বেঁচে থাকতে চায়।
পৃথিবীকে সুন্দর করতে চায়।
তার রূপের মাধুরী ঢেলে রঙে রূপে
আলো করতে চায় এখনো।
মাঝে মাঝে সাদা ডালিয়া দাঁত বের করে হাসে।
আর কত দিন ? তবু শেষ করার আগে জীবনের
শেষ টুকু দিয়ে যেতে চায়।।
নির্জন রাতের তারারা কুড়ি ফুল গুলো ফুটিয়ে
দিয়ে যায়।
ভোররের আলোয় সে হেসে উঠে দিনের আলোয় মরে যায়।
Comments
Post a Comment