মহাভারতম্ সভাপর্ব-১৯
সভাপর্ব-১৯
মামার পাশায় খেলা,অতি অনুচিত ।
সকলে বুঝিল তাও,প্রতিবাদ হীন-
ভীষ্ম দ্রোণ কৃপাচার্য জানে সব রিত
নব এই সভা ঘরে ভালোবাসা ক্ষীণ।
চলিছে পাশার খেলা, নেশা ভরপুর।
যত হারে যুধিষ্ঠির, তত জিদ করে।
রাজপাট ধনরত্ন, সব গেল দূর।
তবুও জুয়ার নেশা,যেন চেপে ধরে।
শর্ত রেখে দ্রৌপদীরে,শেষ খেলা খেলে।
শকুনির ক্রুর দৃষ্টি, নানা ছলনায়।
দেশ ছেড়ে যেতে হবে, খেলা শেষ হলে।
দুর্যোধন দুঃশাষণ, মোহ ললনায়।
হায়রে বিধাতা কারে কি দেবে যন্ত্রণা?
দেব সৃষ্ট মানুষের, নাই রে ভাবনা।
Comments
Post a Comment