মহাভারতম্ বনপর্ব-১৪
বনপর্ব-১৪
যুধিষ্ঠির অর্জুনকে কহিল অখিল।
উত্তরের বনে যাও, হিমালয় শৃঙ্গে।
গন্ধমাদন পর্বত ছেড়ে ইন্দ্রকীল।
পাইবে সকল দেব, দেবতার সঙ্গে।
কঠোর সাধনা করে মধ্যম পাণ্ডব
বিশ্বজয়ী বীর হতে আর নাই বাকি।
মাসের পর বছর স্তব্ধ হলো সব।
তপস্যার তেজে হিম,অন্ধকার দেখি।
শিবের তপস্যা করে তুষ্ট করিল সে।
কিরাত কিরাতী রূপে শিবদূর্গা ভাই।
মূক নামক রাক্ষস শূকরের বেশে,
অর্জুন কিরাতদ্বয়ে ভীষণ লড়াই।
শূকর মেরেছে কে তাই নিয়ে দ্বন্দ্ব।
অর্জুনের সব অস্ত্র,হারিয়েছে ছন্দ।
Comments
Post a Comment