মহাভারতম্ বনপর্ব-২৭
বনপর্ব-২৭
যমুনা নদীর তীরে এলো পাণ্ডবেরা।
বিশাকযুপ নামক মনোরম বনে।
আসিবার পথে পড়ে সুবাহুর ডেরা।
অস্ত্রসস্ত্র নিলো তারা,আপনার সনে।
লোমশমুনি গেলেন দেবলোকে ফিরে।
ঘটোৎকচও ফিরে যায় সেইক্ষণে।
শিকারের জন্য ভীম, সদা ঘোরে ফেরে।
ভয়ঙ্কর অজগর, জড়াল বন্ধনে।
কিছুতেই মুক্ত হতে পারিল না ভীম।
করজোড়ে ভীম কহে,ওহে অজগর।
দশ সহস্র হাতির,শক্তি ধরে ভীম।
তারে তুমি জব্দ করো,কেমনে অজর।।
ভীম নামে চিনিলেন চন্দ্রবংশ জাত।
নহুষ নামক রাজা চন্দ্রবংশ খ্যাত।
Comments
Post a Comment