মহাভারতম্ বনপর্ব-২৮
বনপর্ব-২৮ বহুক্ষণ ভীম নেই, নেই আশেপাশে। চিন্তায় যুধিষ্ঠিরের, হলো উদগ্রীব। নিজেই জঙ্গলে যায়, অশুভ বিশ্বাসে। দেখিল অদ্ভুত কাণ্ড, এটি কোন জীব? ভীমেরে করিল কাবু, তুচ্ছ অজগরে? সাহস তো মন্দ নয়, খাবে ভীমসেনে। অগস্ত্যর অভিশাপে এই রূপ ধরে, অনেক বছর আছি তোমার কারণে। প্রশ্নের জবাব দিলে মুক্ত হব আমি। সঠিক জবাব চাই, বলো মহারাজ। সঠিক জবাব পেয়ে, ছাড়িলেন ভুমি। অগস্ত্যের অভিশাপ,মুক্ত হলো আজ। এ বন ছেড়ে পাণ্ডব গেলো দ্বৈতবনে। মনের আনন্দে বাস করে এক সনে।