মহাভারতম আদিপর্ব-১২

 আদিপর্ব-১২


সহে না পিতার কষ্ট দেবব্রত ভাবে।

দাসরাজার তনয়া প্রত্যাখ্যান করে?

সাহস তার মন্দ না এক্ষণেই যাবে।

পিতাপুত্রী দুইজনে আনবে সে ধরে।


কহে রাজা,বীরপুত্র,শর্ত কহে তারা

সত্যবতীর সন্তান,রাজপাট পাবে।

উত্তরাধিকারী হবে, সেই সন্তানেরা।

তব রাজ্য তাহাদের সব দিতে হবে।


পিতার আক্ষেপ তার মনে লাগে ভারি

প্রতিজ্ঞা করিল হেথা, বীর দেবব্রত।

সব ত্যাগ করে যাবে,এই রাজ্য ছাড়ি।

উত্তর পুরুষ তার, হবে না বিব্রত।


বিবাহ করিবে না সে,প্রতিজ্ঞায় বদ্ধ।

রাজার সুরক্ষা পরে,থাকিবে আবদ্ধ।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত