চন্দ্রকলা


চন্দ্রকলা

দেবপ্রসাদ জানা


উচ্ছাসে উন্মাদনায়,উষ্ণ রিপুগুলি।

তমিস্রা রজনী মাঝে,ব্যাপিল ধরণী, 

শীতল জোছনা আঁকে,জোনাক রঙ্গলি।

একাকিনী আত্মমগ্ন,বসিলা রমণী।


আঁধার আকাশে জ্বলে,তারা মিটিমিটি।

চাঁদ গেছে কৃষ্ণপক্ষে,অচেনা প্রদেশে।

অন্ধকারে গিরিরাজ,ধুসর  করোটি।

দুর্গম কান্তার কাঁদে,অন্ধকারে এসে।


আমাকে আবৃত করো,শুদ্ধ স্পর্শ দিয়ে।

অলৌকিক চন্দ্রপ্রভা, রূপালী প্রশান্ত ।

চাঁদ এলো ত্বরাকরি,আমন্ত্রণ পেয়ে।

রাতের আঁধার লাজে,দেখে চন্দ্রকান্ত।


আহা মরি চন্দ্রকলা,পৃথিবীর দেহে।

জোছনার প্রেম জাগে,ধরিত্রীর মোহে।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কল্কি