মহাভারতম আদিপর্ব-১
মহাভারতম
দেবপ্রসাদ জানা
আদিপর্ব-১
নৈমিষারণ্যে শৌনক,করে মহাযজ্ঞ।
বারোটা বছর ব্যাপি চলে উৎসব।
সেইক্ষণে সেইখানে এলেন মনোজ্ঞ।
লোমহর্ষণের পুত্র সৌতি অনুভব।
দেশান্তর হতে আসে যজ্ঞ সভাস্থলে।
দৈবজ্ঞ বেদাজ্ঞ ঋষি কহিলেন তিনি।
দেখিনু জনমেজয় ,সর্পযজ্ঞে স্থলে।
শুনেছি দ্বৈপায়নের মহাকাব্য খানি।
আদেশ করেন যদি বলি এই ঘরে।
শুনাইব মহাকাব্য,মহান ভারতে।
'মহাভারত' নামেই,খ্যাতি চরাচরে।
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কহিছে নিভৃতে।
মনেমনে শ্লোক লিখে কহিছেন তিনি।
গজানন একমনে চালান লেখনী।
Comments
Post a Comment