মহাভারতম আদিপর্ব-৪
আদিপর্ব-৪
সূর্যবংশে মহাভিষ নামে ছিল রাজা।
বিধাতার অভিশাপে মর্তে আসে ফিরে।
মহারাজা প্রতীপের পুত্র রূপে সাজা।
শান্তনুর জন্ম হয়, এই চরাচরে।
একদিন গঙ্গাতীরে প্রতীপের কোলে
বসিলেন হেসে হেসে মাতা গঙ্গাদেবী
কহিলেন হে রাজন মালা দেবো গলে
আপন করিয়া লহ আমি যে জাহ্নবী।
কুলশ্রেষ্ঠ মহামতি কুরুবংশ কয়।
কহিলেন মাতাগঙ্গা বসিয়াছ যেথা
ডান উরু পুত্রকন্যা পুত্রবধু পায়।
কহ কন্যা কিরকমে কব প্রেম গাথা।
পুত্রবধু রূপে এসো লব স্নেহভরে।
পুত্রলাভে তপস্যায়, চলিল উত্তরে।
Comments
Post a Comment