স্বপ্নের ভীড়ে
স্বপ্নের ভীড়ে
দেভপ্রসাদ জানা
উদাসীন বারান্দায়,রূপালী জোছনা।
রজনীগন্ধার ফুলে,আতরের গন্ধ।
মার ছবিটায় তার, বিবর্ণ চেতনা।
পূর্ণিমার চাঁদে লাগে,ভাবনার ছন্দ।
স্বপনের পথ ধরে,ডেকে আনে মাতা।
স্মিত নয়নের দিশা,আছে মোর দিকে।
আপ্লুত বিস্ময়ে আমি,রয়েছি অযথা।
আদর আল্পনা এঁকে,যাচ্ছে চোখে মুখে।
রাতের আকাশ যেন,মায়াবী হরিনী
জোছনার শাড়ি পরে, প্রকৃতি অদ্ভূত।
মায়ের ছোঁয়ায় তার,খুলিয়াছে বেনী
উড়ন্ত মেঘের মত, হাসিতে প্রস্তুত।
নির্মলচিত্তে নিয়েছি,স্বপ্নের আবেশ।
মোহিত করেছে সদা, ভাবনার দেশ।
Comments
Post a Comment