সাত বছর আগে
সাত বছর আগে
দেবপ্রসাদ
বাতাসে ভর করে স্মৃতির প্রকোষ্ঠে
ফিরিয়ে দিলো মন।
সেই যে, শূন্যতায় পাশে থাকা তোমার
গ্যাংটক পেলিং এর ছবি গুলো
মনে পড়ে তোমার?
তখন শুধু লোক ভয়ে, তুমি আমি হাসি মুখে
ভোলোনি নিশ্চয়ই,
আমাদের ভালো লাগা ভালোবাসা গুলো
অন্য কোনো পাত্রে, অন্য কোনো ঘরে তখন
বাসা বাঁধছিল,
আমার ভালোবাসাকে উপেক্ষা
করতে বিন্দুমাত্র সংকোচ করো নি তুমি,
সাত বছর আগে,
আমি যে ভেতরে ভেতরে -
ক্ষয়ে গেছি
তোমাকে কত ভালোবাসি সেটা বোঝনি তখনও,
সেই বেড়ানোটা ছিল শুধু দেখানো
আমি তোমাকে পাশে চাইছি
অথচ তুমি দূরত্বে, শরীর নয় মন
বহু দূরে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলে তুমি,
তুমি বিশ্বাস করো আমি একবারও
তোমার থেকে দূরে চলে যাইনি
তোমাকে ভালোবাসার এমন পরিনাম পাবো বুঝিনি
আমি ব্যকুল হয়ে তোমার ফিরে আসার পথ
দেখছিলাম।
তোমাকে মন থেকে হারাতে বড় কষ্ট হচ্ছিল
সকলের অলক্ষ্যে যে লড়াইটা চলছিল
আমি বুকের ভেতরে যে বেদনা অনুভব করছিলাম
সেও তুমি বোঝনি, ঘুরে দেখোনি একবারও,
কে আমি কি আমি কেন আমি
তুমি ভাবতে বসেছিলে সেই তোমাকে ভালোবাসে
আমি নয়, সাত বছর আগে।
Comments
Post a Comment