আমি ভালোবেসেছিলাম
আমি ভালোবেসেছিলাম
দেবপ্রসাদ জানা
২৬.১০.২০২৩
গাড়িটা চলে গেল দূরে,
অনেক দূরে......
আমার বুকটা হাহাকার করে উঠল,
চিৎকার করে বলতে ইচ্ছা হলো-
"আমি মিথ্যে বলেছি সোনা।
আমি তোমার বরের অফিসের বস নই!
আমি টিউশনী করে চলা,
বস্তিতে থাকা অকর্মা-বেকার যুবক।
যেদিন তোমার বিয়ে হলো,
সেদিন আমি অস্ট্রেলিয়া যাইনি।
আমি সারারাত ছাদে বসে কেঁদেছি...
তোমার কথা ভেবেছি,
তোমার ধারণা ঠিক, আমি একটা দুর্বল।
আমি ভালো নেই সোনা,
আমি ভালো নেই!"
হ্যাঁ নিশ্চয়ই ভীষণ অবাক হচ্ছো,
ওর চিন্তা আমি স্পষ্ট ধরতে পারছি না।
একসময় বইয়ের মতো পড়তে পারতাম
ওর মনটাকে, আজ অবোধ্য
সে দূর থেকে মিষ্টি করে হাসল,
আমি তার দিকে তাকিয়ে।
তার চোয়াল বিস্ময়ে ঝুলে পড়েছে।
আমার আকুতি ভরা সংলাপ সে-
শুনতে পায়নি, আমার বাইরের হাসিটা দেখেছে।
আমি তার প্রাক্তন প্রেমিক,
এ কথাটা তার মুখ থেকে বেরোল না।
বেশ অবাক হয়েছে বলে মনে হলো।
নিশ্চয়ই ভাবছে, চার বছর আগে -
যে ছেলেটার সাথে দীর্ঘদিনে
ভালোবাসার সম্পর্ক, কোন কারণ ছাড়াই,
এক মুহূর্তে চুকিয়ে দিয়ে,
বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে,
তোমার অপরাধবোধ, তোমার কথা ভেবেই।
আজ শেষ করে দিলাম।
আমি ভালোবেসেছিলাম এই তোমাকেই।
Comments
Post a Comment