কবির দুর্গা

কবির দুর্গা
দেবপ্রসাদ জানা

নীল আকাশে শরৎ ভাসে
শুভ্র মেঘের ভেলা।
শুরু হলো রোজ কবিতায় 
দুর্গা দুর্গার খেলা।
কারো দুর্গা মাটির গড়া
কারোর দুর্গা বেলা।
কাশ ফুলের সাদা ফুলের
বসিয়ে দিলো মেলা।
কারো দুর্গা টালির ঘরে
কারোর দুর্গা বিলে।
মেঘে উড়ছে পেঁজা তুলো 
কোথায় যেন চলে।
হায়রে দুর্গা ফুটপাতের
রজনী গেল খেটে।
কাশের ধুতি দুলিয়ে এলো
তোমায় নেবে  বটে।
এমন দুর্গা খেলায় কেন
মাতলো কবির দল।
শরতের শুভ্র নীল গগনে 
কালো মেঘের ছল।
কারোর দুর্গা বাসন মাজে
কারোর দুর্গা হাসে।
জমির পানে তাকিয়ে দেখি
শিশির নেইযে ঘাসে।
কাশের বনে শুকনো পাতা
দুর্গা তুলে আনে।
রান্না ঘরের খালি উনুন
ভেসে গেছে বানে।
শরৎ হাওয়ায় তারই বার্তা 
আকাশের সাদা মেঘ।
এদিক ওদিকে ঘুরে বেড়ায়
পেটে ক্ষিদের বেগ।
কবির দুর্গার ঘর নেই
সেতুর নিচে ঘর।
মাটির দুর্গার রঙিন আলো
হাজার অনুচর।
পুজোর গন্ধে মাটির দুর্গা 
হাসছে সারাদিন।
শিউলির ডালে শুয়োপোকা
ঘুরছে প্রতিদিন।
দুর্গা নিয়ে শব্দ খেলায়
মাতলো কবির দল।
গাছের পাতা ফলফুলে
কবিতা দূর্বল।

Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কাঙাল হরিনাথ