গান

 গান


কার কাছে গিয়ে,বলব মাগো,

আমি কেমন আছি।

দুঃখ নিয়ে সারাজীবন,

কেমন করে বাঁচি।

বড় কষ্টে আছি গো মা,

বড় কষ্টে আছি।


সকাল বিকাল তোর দুয়ারে এত ঘুরি ফিরি 

পাই না খুঁজে তোরে যে মা শুধুই ঘুরে মরি।  

খিদের জ্বালায় আছি মাগো খিদের জ্বালায় আছি।


তোর অছিলায় গান বেঁধেছি

তোর কাছে যেই পৌঁছে গেছি

আঁচল খুলে বাঁধতো দেখি -

কোলের মাঝে মাথা রাখি

তবেই তো মা বুঝব আমি আমি ভালো আছি।



 

Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কল্কি