সে সঙ্গে আছেতো

 সে সঙ্গে আছেতো 

দেবপ্রসাদ জানা 


আজ চললাম -না না শেষ যাত্রা নয়।

কিছুদিনের জন্য,শ্রী জগন্নাথধাম।

হয়তো কিছু অসমাপ্ত থেকে গেল।

হয়তো কিছু কথা বাকি রয়ে গেল।

তবু যেতে হবে জীবনের টানে,

জীবনের খোঁজে, বালুচরে সাগর জলে।

জীবনের পাণ্ডুলিপিতে কিছু কথা-

কিছু অভিজ্ঞতা লিখে নেবো কটাদিনে।

সাগরের কুলে বসে,একান্তে।

উন্মাদ ঢেউ গুনব,জোছনায় সাগর জলে

খেলা করবে জীবনের হা হুতাশেরা।

মনের কলম চলবে,সাগরের জলে

ভোরের সূর্য হেসে উঠবে,খেলা করবে

চঞ্চল বালুচরে উচ্ছলে পড়া ঢেউয়ে-

দূরে দিগন্তে মেলাবে,

হারিয়ে যাওয়া জীবনের কিছু মুহূর্ত। 

ফিরে আসবে একে একে, 

নয়নের জলে ভরা মরানদীর স্রোতে।

তখন তোমার কথা মনে পড়বে।

উদাসীনতায়,মেঘের আড়ালে,

তোমার মুখ ভাসবে। তুমি নির্বিকার স্থির।

বিষন্নতায় ভরবে আমার মন।

সাগরের ঢেউ পা ছুঁয়ে গেলে,

বোধের আর্তিতে শিহরণ জাগবে।

তুমি হয়তো ভাবছো,মহাস্তব্ধতায়।

গভীরে, গোপনে,নীরবতায়।

সন্ধ্যায় সাগর তীরে অলৌকিক চাঁদ-

জোছনা ঢেলে বলবে-

এসেছ তুমি? একা একা।

আমি বলব একা কই?

সে সঙ্গে আছে তো,মনের গভীরে।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কাঙাল হরিনাথ