সাহিত্য সমুদ্রে

 সাহিত্য সমুদ্রে

দেবপ্রসাদ জানা


বহুদিন কোন চিঠি লেখনি আমাকে।

কোন এস এম এস,তাও করলে না।

কথায় কথায় বলো,চিঠি দেবো কাকে?

তুমিতো মানুষ নও,ছন্নছাড়া কিনা।


আমি মানুষের মতো,মানুষও নয়?

যারা লেখে,যারা পড়ে,তারা কি মানুষ?

আনমনা উদাসীন,নিরীহ অব্যয়।

যাকে কবি বলো তুমি,তারা যে ফানুস।


একবার অনভ্যাসে, নীরবে নিঃশব্দে।

মন্থনবিষ উত্তরণ,করে দেখো প্রিয়া,

চুমুকে চুমুকে পান,করিব আনন্দে।

কার সাধ্য বলো সখী,টেনে ধরে কায়া।


লিখতে লিখতে তাই, লেখার অন্তরে।

ডুবে যাই প্রতিদিন,সাহিত্য সমুদ্রে।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কল্কি