স্বদেশ
স্বদেশ
লালসার আগুনে জ্বলেছে স্বরাজ
আমার স্বদেশভূমি,
স্বার্থপর দস্যু ডাকাত কাটছে দেখো
আমার জন্মভূমি।
টলাতে পারেনি শতচেষ্টা প্রচেষ্টা সব পদানত ,
মৈত্রী বন্ধন ঐক্য চিতায় লালসা পুড়ে ভস্মীভূত ।
কখনো এসেছে ঝড়ের মতো কখনো সবার অগচরে ,
কখনো বাড়িয়ে সখার হাত কখনো আবার অত্যাচারে ।
পলে পলে পুড়েছে কত অঙ্গ শরীর মন হৃদি ,
নাড়ি বাড়ি রাত বিরেত ফুল সকাল নীদযতি।
Comments
Post a Comment