নারী

নারী 
দেবপ্রসাদ

তোমার আগুনে পুড়ে যায় আমাজন।
তোমার আত্মায় ভর করে অশরীরী।
সর্বজয়া তিলোত্তমা রবে আমরণ।
তোমরা শুধুই স্রষ্টা, আলোর দিশারী।

তোমাদের দেহ পরে অস্ত্রের আঘাত।
কি অকল্পনীয় নয়? সংস্কার সংকটে।
শুধু রক্তপাত আজ, চলে প্রতি রাত।
প্রতিবাদে কি অধুনা ভয় হচ্ছে বটে।

গৃহকোণে প্রয়োজন গার্হস্থ্য হিংসার।
মহারণ মহা হত্যা,  উমার ত্রিকাল।
প্রয়োজন বীরগর্ভ, ও পবিত্রতার।
বিশ্বের ব্যভিচারে, সমাজ আকাল।

দর্পণে দর্শনে বামা হও ঝাঁসিরানী?
প্রতিবাদে রণসাজে, তুমি বিদ্রোহিনী?


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কল্কি