সনেট ।।পারবে কি তবে?।।-১৩০
।।পারবে কি তবে?।।
দেবপ্রসাদ জানা
আজ নতুন করেই তোমার মনের
গভীরে ঢুকতে চাই,গোপা,চিত্রলেখা।
আগমনী সুর, মনে বাজছে,গানের।
তোমার হৃদয়ে লাল গোলাপ যে আঁকা।
বেহাগ সুরে বাজবে কেনরে সোহাগী
আজ আমার তোকেই পাওয়ার পালা
ওরে গোপারানী আমি জানি তোর লাগি
কতপথ কতকথা, ঠিক মধ্যবেলা।
আলাদা কোন গুরুত্ব,আজ আমি নই।
তোমার কবিতা মোরে দিয়েছে সম্মান।
তোমার ভাষায় মোরে,শুধু খুঁজে পাই।
তোমাকে নিয়েই মোর,এই প্রেমগান।
অনুভব করি আমি,তুমি সব দেবে
সব আগে ভেবে দেখো, পারবে কি তবে?
Comments
Post a Comment