সনেট ।।কবিতার জন্ম।।-১১১

 ।।কবিতার জন্ম।।

 দেবপ্রসাদ জানা

২৪.১০.২০২০


কবিতা যখন প্রেমে পড়ল সেবার

তখন আমার হাতে,রক্ত মাখা ছুরি।

কাটাকুটি করে জন্ম হয় কবিতার?

লাবণ্যহীন কঠিন,অদ্ভুত বিচ্ছিরি।


হাসপাতালে মায়ের পেট কেটে বাচ্ছা 

সময়ের আগে মুক্ত। স্বরচিত কাব্য।

আধুনিকতার ভীড়ে পরকীয়া কেচ্ছা,

নাভিশ্বাস উঠে আসে,এমনই সভ্য।


এ কবিতায় প্রেমের পোকা কুরে খায়

দেহ, উষ্ণ চুম্বনের আগেই পাপেরা

ঘোরাঘুরি করে কিনা? শুন্য স্তব্ধতায়

আপাদমস্তক ঘিরে থাকবে পোকারা।


প্রেমের কবিতা জন্ম স্বাভাবিক হবে

তবে বিগলিত প্রেম চিরকাল রবে।



Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

গিরিশ চন্দ্র ঘোষ