শিবের অনুচর
শিবের অনুচর
১
মহাদের অনুচর,ভৃঙ্গী মহাকাল।
দ্বাররক্ষা করে তারা,কৈলাসের দ্বারে।
হঠাৎ দেখিল তারা,এমন কপাল।
শিব পাৰ্বতী যেথায়,রতিক্রীড়া করে।
ক্রদ্ধ হয়ে হরগৌরী,দিলে অভিশাপ।
মনুষ্যযোনিতে তারে,জন্ম নিতে হবে।
ভৃঙ্গী,মহাকাল মিলে,করিল আলাপ।
শিবানীর গর্ভে তারা,ওই জন্ম লবে।
শিব ও শিবানী তার,শুনিল প্রার্থনা।
মানুষ রূপে তারাও,অবতার নেবে-
দক্ষপৌত্র,পৌষ্য,তার পুত্রের বন্দনা
পূর্ণ করে,পুত্র রূপে,শিব জন্ম লবে।
ইক্ষাকুবংশীয় হবে,শিবের শিবানী।
চন্দ্ৰশেখর তারই, চির অর্ধাঙ্গিনী।
২
চন্দ্ৰশেখর নামের,দক্ষ বংশগতি।
বানর দুটি পুত্রের,জন্ম দিল তারা।
রাজা কুকুৎস্থ কন্যা,নাম তারাবতী।
বেতাল ভৈরব নামে,ফেলে ছিল সাড়া।
শিবের ধনরক্ষক, কুলীন কুবের।
কৈলাসে অলকাপুরী,তার বাসস্থান।
যক্ষদের মহারাজ,যক্ষ সম্পদের।
শিবের অনুচর সে,পাইল সম্মান।
কালিকাপুরাণ মতে,বামনপুরাণে।
অপর এক কাহিনী,মুখে মুখে ঘোরে।
অন্ধকাসুর নিধন,শিব উপাখ্যানে।
অন্ধক সেখান শিবে,পদাঘাত করে ।
চৌচির মাথা শিবের,পড়ে রক্তধারা।
বেতাল ভৈরব জন্মে,উপাখ্যান সেরা।
৩
ভৈরব,লম্বিতরাজ, ভৃঙ্গী মহাকাল।
গণদেবতারা ছিল,শিব অনুচর।
অধিপতি গণপতি,নন্দী ও বেতাল।
গণেশের বাস ছিল,কৈলাস সদর।
গণদেবতারা থাকে,কৈলাস নগরে।
যোগিনীরা শিবানীর সহচরী ঠিক।
আদেশ পালন করে,শিবানীর ঘরে।
যোগিনীর সংখ্যা সেথা,ষাটের অধিক ।
তাদের মধ্যে প্ৰধান,আছেন ভৈরবী ।
দশম মহাবিদ্যায়,অন্যতমা নারী।
তপনতনয়া তারা, মায়াবী পল্লবী।
তন্ত্রশাস্ত্র তন্ত্রসিদ্ধ,তন্ত্রী তন্ত্রধারী।
শিব পুরাণের কথা,অমৃত সমান।
আমার অমৃতকুম্ভ,বিধাতার দান।
Comments
Post a Comment