সনেট -১ ।। জাগরণ ।।
১
।। জাগরন।।
দেবপ্রসাদ জানা
কলমে উঠেছে
রণ
আত্ম
স্বচ্ছতার
বিদ্রোহ করেছে
আজ
কহিবে
না
কথা।
অশ্লীলতা পরকীয়া
ভালোবাসা কথা।
যৌবনে ঘটে
যাওয়া
নষ্ট
ঘটনার।
হন্যে হয়ে
খুঁজে
দেখে,সেও প্রতিবার
কোনো নীরব
সম্পর্ক দেয়
মনে
ব্যথা
সাদা পাতায়তো কিছু,
লেখা
যায়
হেথা।
যত্নে তুলে
রাখা
খালি
ডাইরিটা কার।
লিখে যায়
দিনলিপি,তার
দেয়ানেয়া।
ভালোবাসা রূপকথা,
হারানোর নেশা
আঘাত পাওয়া
কথা।
হিংসা
অনাচার
অসাবধানি ঘটনা,
গুপ্ত
পরকীয়া।
সেই শেষদিনে ঘটা
মনোরম
গাথা
কলমই দিতে
পারে,অন্ধকারে দিশা।
***
Comments
Post a Comment