কবিতার বার্ধক্য
কবিতার বার্ধক্য
দেবপ্রসাদ
কবিতার রূপ যেন থাকে অমলিন।
কবি তৈরি করে নেবে নৈঃশব্দের দিন।
কবির রচনা দৃঢ় দীপ্তিতে উজ্জ্বল।
পাঠকের পাঠে যেন বাড়ে মনোবল।
কবিতা তোমার জন্মে নাই পড়া পাঠ।
হারাবে যৌবন তব চাঞ্চল্যের ঠাঁট।
জবুথবু তব দেহ বসন্ত বিলাপ।
আর নাই জৌলুশের, সৌন্দর্য প্রতাপ।
চেয়ে দেখো অনুভবে যা কিছু বাহার।
তাপহীন হলো কেন রক্তের জোয়ার।
ভাঙা গাল পাকাচুল, বয়সের গুণ।
আর নাই মহাতেজ নিভেছে আগুন।
আঁখিতলে কালিমাখা, সৌন্দর্য বিলীন।
ললাটে পড়েছে ভাঁজ, মুখশ্রী মলিন।
Comments
Post a Comment