সনেট।। অপেক্ষাব দাস।।-১৫০
।।অপেক্ষার দাস।।
দেবপ্রসাদ জানা
৯.১২.২০২০
আঁকাবাঁকা কাদা পথ,সুবজ প্রান্তর।
দিগন্তরেখায় নামে নীলাভ আকাশ
সবুজের ঘাড়ে চেপে,খিদের কাঁকর
গ্রামের আটচালায়, বিসন্ন বাতাস।
সোনালী রোদ্দুর হেথা,উপবাস করে,
নদীর কানায় বাঁধা,প্রেমিকার নাও,
উদাস বাউল ডাকে,দোতারার সুরে।
মিলনের ছাড়পত্র,পৌঁছে দেবে তাও।
মেঠোপথ অন্ধকারে হারিয়ে না যায়।
ক্ষেতের উপরে নৃত্য,করছে বাতাস;
দেখলাম, শুনলাম, জানলাম হায়-
সময়ের খরস্রোত,অপেক্ষার দাস।
উপবাসে থাকে নাকি,পূর্ণিমার চাঁদ,
বেদনারা সুখবনে,পেতে আছে ফাঁদ।
Comments
Post a Comment