আসা যাওয়া
আসা-যাওয়া সময়ের সাথে জ্ঞানগর্ভ আলোচনায়, জীবনের বহু মুহুর্ত কেটে যায়, চড়াই-উৎরাই এর প্রতিটি নিঃশ্বাস-প্রশ্বাসে, অন্তরঙ্গতার রোদ-ছায়া খেলা চলে, স্মৃতির মণিকোঠায় ঘটনাগুলোর কিছু থাকে ধরা, কিছু অধরা, কিছু করে প্রাপ্তির ভাঁড়ার শূণ্য,কিছু আবার হারিয়ে ও যায়, দিবসের শেষে হাট হয় কোলাহল হীন, জনশূন্য, কেউ বাড়ি ফিরে যায়,কেউ পথ হারিয়ে রাস্তা খুঁজে বেড়ায়। জীবনের এই রঙ্গমঞ্চে সকলেই চলমান, ধাবমান এক অদৃশ্য সুতোর টানে, নেচে চলে পুতুল নাচের মত, অভিনয় করে করে, ঋতু আসে,চলে ও যায় সময়ের হাত ধরে, আসা-যাওয়ার এই খেলা চলে চিরন্তন, কেবল পরিবর্তন হয়,সময় আর পরিস্থিতির, শেষে পর্দার টানে যবনিকা পড়ে,আর...... অসার দেহ এলিয়ে পড়ে,নিদ্রা দেবীর কোলে।