আমি বললাম বাঃ

আমি বললাম বাঃ
দেবপ্রসাদ জানা

প্রতিদিনের মতো আজও 
বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, 
দূর থেকে একটা সুগন্ধি 
আতরের গন্ধ বাতাস বয়ে আনছে।
নাকের আর চোখের ভারি মিল
এক পলকে চোখের মনি ঘুরে গেল
আতরের গন্ধের পথ ধরে।
হলুদ শাড়ি লাল ব্লাউজের ভেতরে
বেশ আঁটোসাঁটো করে বাঁধা,
এক অপরূপ সুন্দরী -
চোখ পড়তেই চোখে চোখে আলাপ
সুন্দর ঠোঁটের ফাঁক বেয়ে ধেয়ে এলো
মৃদু হাসির হালকা বাতাস।
চোখে চোখ মিলিয়ে 
কি যে কথা হলো বুঝিনি।
অফিসের বাস এখনো আসেনি 
সেদিকে তাকিয়ে আছি
হঠাৎ করে একটা চড় গালের ওপর
এসে আর্তনাদ করে উঠলো।
যে চোখ প্রথমে দেখেছিল
সে তার দরজা বন্ধ করে দিলো।
যে নাকের মন্ত্রণায় চোখের এই কীর্তি,
সে তার কাজ থেকে ক্ষণিকের ছুটি নিল।
আমি বললাম বাঃ !


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কল্কি