ভালোবাসার বেদনা

 ভালোবাসার বেদনা

  দেবপ্রসাদ জানা

    ০৫.০৬.২০২১


মিষ্টি সুরের ঝংকার,ভোরের আকাশে।

প্রেম,প্রীতি,ভালোবাসা,দিয়েছে প্রকৃতি।

শীতগ্রীষ্ম,ঝড়বৃষ্টি,পালা করে আসে।

শহরের কোলাহলে,বহে ভাগীরথী।


কত স্বপ্নের বসন্ত,ফাগুনের ঘরে-

প্রকৃতি প্রেমের ছবি,নীলাদ্রীর ফ্রেম

সাতরঙ ঢেলে খেলে,দিগন্তের পারে।

মেঘের হৃদয়ে রাখা,বাদলের প্রেম।


এত প্রেমের পরেও,আকাশে বাতাসে 

যন্ত্রনা দিয়েছি কত,প্রকৃতির বুকে।

আগুন জ্বেলেছি তার,সবুজের ঘাসে।

কত বিষ মেশিয়েছি,কে খবর রাখে?


এত ভালোবাসে তবু,কষ্ট দেই তারে।

ভালোবাসায় বেদনা,আষ্টেপৃষ্ঠে ধরে।।


Comments

Popular posts from this blog

দুঃখটাকে এবার

মহাঋষি শুক্রাচার্য্য

কাঙাল হরিনাথ