সম্মাননা
অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা
তুলসী জানা স্মৃতি পুরষ্কার ২০২৫
প্রাপক: কবি
হে সাহিত্য সাধক
"এ জীবন দান যাঁর
তাঁরে খুঁজি বারবার"
ওই বুঝি তাঁর শান্ত পদ ধ্বনি বাজে।
সাহিত্য যাঁর হৃদয়ে বসত করত দিবানিশি, বই যাঁর প্রাণ, জীবনের শেষ দিনটিতেও সঙ্গী ছিল মলাট বন্দী অমৃতের ভান্ডার, সেই সাহিত্য পিপাসু তুলসী জানা মহাশয়া, উত্তর ২৪ পরগনার নিমতা অঞ্চলের এক উজ্জ্বল নাম।
বাংলা সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে আপনার দৃপ্ত বিচরণ অবশ্যই প্রশংসার দাবি রাখে। আপনার কাব্যশৈলীর সৃজনশীলতার সেবাধর্ম আমাদের ঋদ্ধ করে। 'অঙ্কুরীশা শারদ সংখ্যা২০২৫ প্রকাশ অনুষ্ঠানে এই পঞ্চম বর্ষে আপনার অক্ষর সেবা সাধনাকে আমরা সম্মান জানাই।
আপনার অসামান্য কলমদক্ষতার হাত ধরে বাংলা সাহিত্য এগিয়ে যাবে, এই দৃঢ় প্রত্যয় রেখে আপনার এই সৃজনশীল হাতে তুলে দিলাম সেই সাহিত্য প্রেমীর নামাঙ্কিত এই পুরষ্কার।
সাহিত্য-সংস্কৃতির প্রচার ও প্রসারে আপনার দায়বদ্ধতা এবং একাগ্রতার স্বীকৃতিকে সম্মান জানাতে পেরে আমরা খুশি।
আপনার সুস্থতা এবং দীর্ঘ কলমজীবন কামনা করি।
অভিনন্দন সহ-
বিদ্যুৎ দাস দেবপ্রসাদ জানা বিমল মণ্ডল
সভাপতি সহসম্পাদক সম্পাদক
তারিখ- ৩১ শে আগষ্ট ২০২৫
মেচেদা : পূর্ব মেদিনীপুর
Comments
Post a Comment